বজ্রপাতের সময় সাবধান হোন; জেনে নিন কী করবেন-
১. দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিতে হবে।
২. উঁচু গাছপালা ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকতে হবে।
৩. জানালা থেকে দূরে থাকতে হবে।
৪. ধাতব বস্তু স্পর্শ করা যাবে না। যেমন কল, সিঁড়ির রেলিং, লোহার পাইপ—এসব। এমনকি ল্যান্ড লাইন টেলিফোনও ধরা যাবে না।
৫. বিদ্যুৎচালিত যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। টিভি, ফ্রিজ এসবের প্লাগ খুলে রাখতে হবে।
৬. গাড়ির ভেতরের ধাতব বস্তু এমনকি গাড়ির কাচেও হাত দেওয়া যাবে না।
৭. খোলা ও উঁচু জায়গা থেকে সরে আসতে হবে।
৮. পানির কাছ থেকে দূরে সরে যেতে হবে।
৯. কয়েকজন মিলে খোলা কোনো জায়গায় থাকলে বজ্রপাত শুরু হওয়ামাত্র ৫০ থেকে ১০০ ফুট দূরে ছড়িয়ে-ছিটিয়ে যেতে হবে।
১০. খোলা জায়গায় থাকলে কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসতে হবে। চোখ বন্ধ রাখতে হয়। তবে মাটিতে শুয়ে পড়া যাবে না। শুয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে।
১১. বজ্রপাত আচমকা হয় না। এর কিছু লক্ষণ আছে। বিদ্যুতের প্রভাবে মাথার চুল খাড়া হয়ে যাবে, ত্বক শিরশির করবে। আশপাশের ধাতব পদার্থ কাঁপতেও পারে। অনেকেই তখন ‘ক্রি ক্রি’ শব্দ শুনতে পায়। এমনটা অনুভব করামাত্রই নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে হবে।
১২. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে না থেকে বিদ্যুৎ অপরিবাহী নিরাপদ রাবারের জুতা পরতে হবে।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment